নগরীতে শায়খুল ইসলাম জামেয়ার পতাকা মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৬:৩৭:২২ অপরাহ্ন
স্বৈরচারী হাসিনা সরকারের পতনকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে বিজয় উৎসব ও পতাকা মিছিল করেছে শায়খুল ইসলাম জামেয়া সিলেটের ছাত্র ও শিক্ষকগণ।
মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর রায়নগর দর্জিপাড়াস্থ শায়খুল ইসলাম জামেয়া মাদরাসার প্রাঙ্গণ থেকে উক্ত বিজয় উৎসব ও পতাকা মিছিল উদ্বোধন করা হয়। পরে মিরাবাজার, বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্ট হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয় মিছিলকারীরা।
জামেয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমীর সভাপতিত্বে এবং শিক্ষাসচিব মাওলানা নোমান আহমদ সালেহ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা আবুল কাশিম কাসিমী, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, হাফিজ মাওলানা রেজাউল করিম কানাইঘাটী, হাফিজ মাওলানা আসাদ মুহাম্মদ উসামা, মাওলানা শামীম চৌধুরী, হাফিজ মাওলানা জাকারিয়া, হাফিজ কিবরিয়া, হাফিজ তামিম আহমদ, হাফিজ হেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি