মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৬:৩৯:৫৫ অপরাহ্ন
নৌ বাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, এমএ খানের ভাতিজা বাবর আলী খান, সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার আহমদ, আবুল ফয়েজ খান কামাল, শাহীন আলম, শিহাব আহমদ, নাট্যকর্মী আশরাফ সৈকত, শরীফুল ইসলাম আখন, ছালিক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর হযরত শাহপরান (রহ.) মাজারে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ, বাদ মাগরিব মরহুমের জন্মস্থান বিরাহীমপুরের জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি