খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন: ছাত্র জনতার এ গণঅভ্যুত্থান ও বিজয় সবার
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৬:৪১:৩০ অপরাহ্ন
খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বলেছেন, দেশের ছাত্র-জনতার রক্তদান আর আত্মত্যাগের বিনিময়ে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারি হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। এ অভ্যুত্থান দেশের হাজারো শহীদ আর লাখো ছাত্র-জনতার ত্যাগের ফসল। এ বিজয়ের মুহূর্তে ছাত্রজনতার প্রতি নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুধবার সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এমন বক্তব্য দেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো বলেন, অতীব দুঃখের বিষয় কিছু কিছু জায়গায় লুটপাট-অগ্নিসংযাগের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ী, উপাসনালয় ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে- যা অত্যন্ত আপত্তিকর বিষয়। বিশেষ কোন মহল এ বিজয়কে কলংকিত করার জন্য এহেন ঘটনা ঘটাতে পারে। ছাত্র জনতার এ গণঅভ্যুত্থান ও বিজয় সবার। সবাই মিলে এক সুন্দর ও অর্থবহ বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্ব, সংগঠন, ছাত্র-শিক্ষক, পেশাজীবী ও সচেতন দেশবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে কিছু পদক্ষেপ নিতে আহ্বান জানান খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। সেগুলো হলো- ১. অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ২. শিক্ষার্থীদের সকল দাবি মানতে হবে। ৩. গ্রেফতারকৃত সকল ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদ, আলেম-উলামা ও নিরপরাধ মানুষকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ৪. এ আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান দ্রুত কার্যকর করতে হবে। ৫. আহতদের জরুরি ভিত্তিতে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৬. হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৭. খুনের সাথে জড়িতদের গ্রেফতার করা এবং সব খুনের বিচার করতে হবে। ৮. অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদেরকে উদ্ধার করতে হবে। ৯. দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ সবকিছু ঢেলে সাজাতে হবে। ১০. বিতর্কিত পুলিশ কর্মকর্তাদেরকে প্রত্যাহার করতে হবে। ১১. ছাত্র-জনতার এ অভূতপূর্ব বিজয়কে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজে লাগাতে হবে। ১২. বিগত স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী রাজনৈতিক দলসমূহকে বয়কট করতে হবে। ১৩. সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানসহ পেশাগত কোন কাজে হামলার ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। ১৪. আরব আমীরাত, সৌদি আবয়-সহ পৃথিবীয় বিভিন্ন দেশে আটক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের দ্রুত মুক্তির উদ্যোগ নিতে হবে। আটক প্রত্যেক রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে নিয়মিত মাসিক আর্থিক সহযোগিতা করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করতে হবে। বিজ্ঞপ্তি