সাদাপাথর লুটপাট বন্ধে সেনাবাহিনী ও ছাত্রজনতার প্রতিরোধ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৮:০৭:১৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সোমবার থেকে চলছে সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাট। ছোট ছোট নৌকার সাথে যোগ দেয় বড় বড় স্টিল নৌকা। গত ৩ দিনে প্রায় ৪’শ কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে বলে জানা গেছে। তবে মঙ্গলবার থেকেই ছাত্রজনতা সাদাপাথর লুটপাট বন্ধে প্রতিরোধ গড়ে তুলে। এদিন রাতে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। তারা বিভিন্ন জায়গায় অভিযান চালায় সাদাপাথর বন্ধের জন্য। এ সময় স্থানীয়দের ডেকে এনে সাদাপাথর লুটপাট বন্ধে ভূমিকা রাখতে বলে সেনাবাহিনী।
বুধবার সকাল থেকে সেনাবাহিনী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাদাপাথর লুটপাট বন্ধে ভোলাগঞ্জ ১০ নম্বর, কলাবাড়ি ও কালিবাড়ি এলাকায় অভিযান চালায়। পরে তারা সাদাপাথর পর্যটন এলাকায় গিয়ে পাথর লুটপাটকারী নৌকাগুলো সরিয়ে দেয়। এদিন বিকেলে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় সাদাপাথর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ যাতে সাদাপাথর এলাকার আশেপাশেও না যায়। তাছাড়া এলাকাবাসীর পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় সাদাপাথর বোঝাই গাড়িও নৌকা আটকে দেয়া হয়।
মেজর সাজ্জাদ জানান, সাদাপাথর রক্ষায় আমাদের টিম কাজ করছে। তাছাড়া আমাদের পক্ষ থেকে ঐ এলাকায় কোন এলার্ট জারি করা হয়নি। তিনি যে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতেও আহবান জানান।