শান্তিগঞ্জে বিএনপির আনন্দসভা
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৮:১২:৪৯ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আনন্দসভা করেছে উপজেলা বিএনপি। বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার পাগলাবাজার ব্রিজের পূর্ব পাড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
আনন্দসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম উপদেষ্টা ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন। দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, উপজেলা বিএনপি নেতা নূর আলী, আঙ্গুর মিয়া, শামসুদ্দিন মিয়া, সিলেট মহানগর যুদলদ নেতা সাইরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য ও যুব নেতা রঞ্জিত সূত্রধর, আবদুল বাসিত, মাহবুবুর রহমান মাহবুব, শাইখুল ইসলাম, ইমরুল কয়েছ, হারুনুর রশিদ হারুন, শান্তিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিলানী মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদল নেতা আবদুস সালাম, দেলোয়ার হোসেন, মনছুর উদ্দিন, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সদস্য আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমদ, মামুনুর রশীদ মামুন, নাছির আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর আহমদ সবুজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, ছাত্রদল নেতা ইমরান হোসেন, আবু তাহের ইমন, আল আমিন, পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি জাহিদুর রহমান, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক রহমান।