ছাতকে ইউএনও ও ওসির সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৮:২১:২২ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার বিকাল ৪ টায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও বাদ আছর ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম এর কার্যালয়ে জামায়াত নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ শাহ আলম, মাওলানা মখছুছুর রহমান, এডভোকেট রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌরসভা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমীর মাওলানা মনসুর আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর নেতা মোঃ শাহেদ আলী, ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সাবেক সেক্রেটারী আব্দুল হাই আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা সেক্রেটারী হাফিজ জাকির হোসাইন, সহ সেক্রেটারী আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা সালা উদ্দিন, ছৈদেরগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য হোসাইন আহমদ লনি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার সাবেক সেক্রেটারী আব্দুল তাহীদ, আইনজীবি এডভোকেট আলম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারী হুমাইন আহমদ, উপজেলা জামায়াত নেতা সাব্বির আহমদ।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা স্বৈরাচারমুক্ত স্বাধীন এক বাংলাদেশ পেয়েছি। সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলে ইউএনও ও ওসিকে আশ্বস্ত করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।