সুনামগঞ্জ জামায়াতের সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৮:২৪:৫০ অপরাহ্ন
হাসিনা ও দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের বিচারের আওতায় আনতে হবে
সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় হাসননগরস্থ কার্যালয়ে বিকাল ৪ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোমতাজুল হাসান আবেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা তোফায়েল আহমেদ খাঁন। তিনি শুরুতেই ছাত্র গণআন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, চলমান ছাত্র আন্দোলনে ৩ শতাধিক নিহতের তথ্য এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। বাস্তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। সকল খুনীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া দুর্নীতিবাজদের ধরে রাষ্ট্রিয় পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। দেশের মানুষের আশা-আকাঙ্খা যেন প্রতিফলিত হয়। সকল হত্যা নির্যাতনের দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে হবে। সকল দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের বিচারের আওতায় আনতে হবে। আবারো যেনো কোন দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় আসতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। সকলে মিলে দেশকে আমরা সোনার বাংলা গড়ে তুলতে চাই।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদ্দীন, অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলম, অফিস সেক্রেটারি মোঃ নূরুল ইসলাম, জেলা শিবির সভাপতি মনিরুজ্জামান পিয়াস, পৌর নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আলী, সেক্রেটারি আব্দুস সাত্তার মোঃ মামুন, জামায়াত নেতা আজিজুল হক মাসুক, সিরাজুল হক ওলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব প্রমুখ।
সাংবাদিকদের পক্ষে থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আাল-হেলাল, রিপোর্টার্স ই্উনিটির সভাপতি মাহবুবু রহমান পীর, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান মিজান, মাসুম হেলাল, দেওয়ান গিয়াস ও কুলেন্দু শেখর দাস।