পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় মিছিল
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৮:৩০:৩৭ অপরাহ্ন
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা বিজয় মিছিল করেছে। বুধবার বিকেলে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এই বিজয় মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাপ্ত হয়।
সরকারী পাইলট স্কুলের ২০১০ ব্যাচের মো: বাহার হোসেন এবং সুলতান আল মোহনের আয়োজনে এ মিছিলে উপস্থিত ছিলেন শাফিন আহমদ, ওমর ওয়াদুদ চৌধুরী মাহদি, কিবরিয়া আহমদ, মাহিন আহমদ সহ বিভিন্ন ব্যাচ এর বর্তমান এবং সাবেক অসংখ্য শিক্ষার্থীবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশের নিয়ন্ত্রণভার সেনাবাহিনী গ্রহণ করেছে। চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজ। ইতিমধ্যে ছাত্র সমাজ দেশের সড়কে শৃঙ্খলা রক্ষার জন্যে প্রধান শহরের রাস্তায় ট্রাফিকের ভূমিকা পালন করছে। দেশজুড়ে ছাত্ররা পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছে। বিজ্ঞপ্তি