জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান আবুল হাসানের বাড়িতে আগুন
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৯:৩৫:১৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আবুল হাসানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ৬ আগস্ট মঙ্গলবার রাত ৮ টার দিকে বিক্ষোভ মিছিল সহকারে সৈয়দপুর ইশানকোনা গ্রামে চেয়ারম্যান আবুল হাসানের বাড়িতে আগুন দেয়া হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান আবুল হাসান জানান, আমি বাড়িতে না থাকার সুযোগে রাজনৈতিক প্রতিহিংসায় স্থানীয় বিএনপির লোকজন মিছিল নিয়ে এসে আমার বাড়িতে আগুন দিয়েছে। এতে একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে আমার স্পিটবোর্ডটিও ভেঙে নষ্ট করে দেয়া হয়েছে।