জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ হাসপাতাল হিমাগারে
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৯:৩৭:২৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ হাসপাতাল হিমাগারে রয়েছে। তার নাম-পরিচয় পেতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। জানা গেছে, ৬ আগস্ট মঙ্গলবার রাত ৮ টার দিকে জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় স্থানীয় পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দের বাসার সামনের রাস্তা থেকে অচেতন অবস্থায় অনুমান ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগ সূত্র জানান, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। বর্তমানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ হাসপাতালের হিমাগারে আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ্র জানান, ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাসপাতালে নেয়া হয়। ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। তার নাম-পরিচয় পেতে সকলের সহযোগিতা কামনা করছি। বিষয়টি পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়েছে।