জগন্নাথপুরে কারামুক্ত জামায়াত নেতাদের বরণ
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৯:৩৯:৩৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে কারামুক্ত জামায়াত নেতাদের বরণ করা হয়েছে। জানাগেছে, কোটা বিরোধী আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে জামাল উদ্দিন বেলাল ও আলী আহমদ নামের ২ জন জামায়াত নেতাকে গ্রেফতার করে থানা পুলিশ। বেশ কিছুদিন কারাভোগ শেষে ৬ আগস্ট মঙ্গলবার জামিনে মুক্তি পান তারা। সন্ধ্যায় স্থানীয় পৌর পয়েন্টে কারামুক্ত জামায়াত নেতাদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও শুভাকাঙ্খিরা।