মাহার লুটকৃত মালামাল ফেরত আসছে
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৯:৪৫:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে স্বনামধন্য ফ্যাশন হাউস মাহাসহ বিভিন্ন শপের লুট হওয়া মালামাল ফেরত আসছে। স্থানীয় সচেতন নাগরিকের আহবানে সাড়া দিয়ে লুটকৃত মালামাল ফিরিয়ে দিচ্ছেন অনেকে।
সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ভাঙচুর ও লুটপাট হয় মাহা সহ বিভিন্ন ফ্যাশন হাউস ও প্রতিষ্ঠান। বিষয়টি এলাকা ও সিলেটবাসীর জন্য লজ্জাকর দৃষ্টান্ত স্থাপন করে। তাই স্থানীয়রা এগিয়ে আসেন মালামাল উদ্ধারে। তারা আশপাশে এবং মাইকে ঘোষণার মাধ্যমে লোকজনকে বুঝাতে থাকেন এটা এলাকার মর্যাদার বিষয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নগরী কুমারপাড়া, কাজিটুলা ও আশেপাশের সব মসজিদে ঘোষণা করা হয় যারা মাহা ও অন্যান্য দোকানের মালামাল লুট করে নিয়ে গেছেন তা যেন কাজিটুলা মসজিদে এসে ফিরত দিয়ে যান। অনেক মালামাল ইতিমধ্যে উদ্ধারও করা হয়েছে এলাকাবাসীর সহায়তায়। মানুষ স্বেচ্ছায় এসে মাল দিয়ে যাচ্ছেন। যারা ফেরত দিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানানো হচ্ছে।
এছাড়া অনেকে ব্যক্তি উদ্যোগেও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন।
কুমারপাড়ার বাসিন্দা শাফায়েত শাকিল জানান, মাহা ফ্যাশন সচেতন তরুণ-তরুনীদের প্রিয় প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানে লুটপাট কোনভাবেই কাম্য নয়। তাই বিবেকের তাড়না থেকে অনেককেই আহবান জানিয়েছিলেন, তারা তাঁর আহবানে সাড়া দিয়ে মালামাল ফেরত দিয়েছেন। তিনি তা সংগ্রহ করে মাহায় ফেরত দিয়ে এসেছেন।
এদিকে মালামাল ফেরত দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন রূপে শীঘ্রই আবার চালু হবে বলে জানিয়েছে মাহা কর্তৃপক্ষ। তাদের ফেইসবুক পেইজে এক চিঠির মাধ্যমে তারা একথা জানায়।
চিঠিতে উল্লেখ করা হয় “সম্মানিত সকল গ্রাহক ও সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে, ৫ অগাস্ট অনাকাঙ্খিত ঘটনা ঘটায় মাহা বন্ধ রয়েছে। মাহার সূচনালগ্ন থেকে আপনারা আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন সেই প্রত্যাশা আমরা রাখি। মাহা আজ বৃহৎ পরিসরে এটা আপনাদের ভালো লাগার দ্বারা-ই সম্ভব হয়েছে। মাহা শুরু থেকেই গ্রাহকদের পছন্দ ও গুনাগুন প্রাধান্য দিয়েছে এবং শিক্ষা, চিকিৎসা, চ্যারিটি, সামাজিক নানাবিধ কাজ সহ ক্রীড়ার ক্ষেত্রে সহযোগিতার হাত ছিল সবসময় প্রসারিত যা আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাহার এই সাময়িক বন্ধে আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। মাহা আবার নতুনরূপে খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। যে বা যারা মাহা ফ্যাশন হাউস হতে কাপড় এবং অন্যান্য পন্য সামগ্রী সরিয়ে ছিলেন এলাকাবাসী’র মাইকিং এর পর অনেকেই ফেরত দিয়ে যাচ্ছেন। তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। আপনাদের অব্যাহত সমর্থন মাহা পুনঃনির্মাণে সহায়ক ভুমিকা পালন করবে।