পুলিশ শূণ্য সিলেট নগরী
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৯:৫৩:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হাসিনা সরকারের পতন পরবর্তী সংঘাতে এখনো পুলিশ শুণ্য সিলেট নগরী। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ার আশঙ্কায় জনমনে অজানা আতংক। সাথে রয়েছে যানজটের শঙ্কাও। তবে পুলিশ শুণ্য নগরীতে ট্রাফিকের দায়িত্বে রয়েছেন আনসার সদস্য, স্কাউটস ও সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকে এসএমপির প্রতিটি থানায় ও নগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করছেন। তাদের সাথে স্কাউটস সদস্যের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন খান জানান, এসএমপির প্রতিটি থানায় ৫ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও এসএমপিতে মোট কতজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে তাৎক্ষণিকভাবে সেই পরিসংখ্যান দিতে পারেন নি তিনি।
গত সোমবার ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সিলেট নগরীতে পুলিশ সুপারের কার্যালয়, কোতোয়ালী থানা, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের পর পুরো সিলেট নগরী পুলিশ শূণ্য হয়ে পড়ে।
এদিকে নগরের বিভিন্ন সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সিলেট জেলা রোভার স্কাউটস সদস্যরা। নগরের আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, লামাবাজার, রিকাবিবাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিলেট জেলা রোভার স্কাউটসের অন্তত দুই শতাধিক রোভার স্কাউট সদস্যরা ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার কাজ করছেন। ফলে ভোগান্তি ও যানজট থেকে রক্ষা পাচ্ছে নগরবাসী।
জিন্দাবাজারে দায়িত্বরত এক রোভার স্কাউট জানান, ‘জেলা রোভার স্কাউটস থেকে আমাদের বলা হলে স্বেচ্ছায় কাজ করার জন্য আসছি। তরুণ সমাজের একজন হিসেবে দেশের প্রয়োজনে কিছু করতে চাই।’
সিলেট জেলা রোভারের সাবেক বিভাগীয় প্রতিনিধি হাফিজুর রহমান রাহাদ বলেন, দেশের এই নব জাগরণে সিলেট জেলা রোভার স্কাউটসের সম্পাদক তোফায়েল আহমদ তুহিনের নেতৃত্বে ট্রাফিক শৃংখলা আনতে রোভাররা কাজ করছে। রোভার স্কাউটের মূলমন্ত্র ‘সেবা’। সেই মন্ত্রকে ধারণ করেই তারা যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে।’