তামাবিল কাস্টমস গুদামে হামলা, তালা ভেঙে লুটপাট
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৯:৫৪:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের তামাবিল কাস্টমস গুদামে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর আগে কাস্টমস কোয়ার্টার আক্রমণ করে কর্মকর্তাদের উপর হামলা চালায় তারা। এক পর্যায়ে অসহায় হয়ে পালিয়ে যেতে বাধ্য হন কর্মকর্তা-কর্মচারীরা।
কাস্টমস সূত্র জানায়, গত ৫ আগস্ট রাত সোয়া ১০ টার দিকে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, লোহার রোড, চাপাতি, ছোরা, বল্লম) নিয়ে তামাবিল স্থল স্কাস্টমস অফিসার্স কোয়ার্টার আক্রমণ করে। এ সময় চারদিক ঘিরে ফেলে কাস্টমস কর্মকর্তাদের খুঁজতে থাকে। প্রাথমিকভাবে কোয়াটারে অবস্থানরত কর্মকর্তাগণ বাঁধা দেবার চেষ্টা করলেও ভয় দেখিয়ে গুদামের চাবি খুঁজতে থাকে।
তবে গুদামের চাবি না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উপস্থিত কর্মকর্তারদের গালি-গালাজ ও প্রাণনাশের হুমকি প্রদানসহ শারীরিককভাবে লাঞ্চিত করার চেষ্টা করে। এক পর্যায়ে বাধ্য হয়ে কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।
পরে গুদামে রক্ষিত বিভিন্ন জিআর ভূক্ত মালামাল তালা ভেঙে লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষে ঢুকে ল্যাপটপ কম্পিউটার, ওয়াকিটকিসহ অন্যান্য আসবাবপত্র লুটপাট ও ভাঙচুর করে। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা জিরো পয়েন্টে রক্ষিত মূল গুদামের তালা ভেঙে জি-আরভূক্ত মালামাল লুটপাট করলে আশেপাশের স্থানীয় লোকজন টের পেয়ে মাইকে ঘোষণা দিলে কিছু মালামাল ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।