শাবি ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৯:৫৭:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি, প্রো-ভিসিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সকল শিক্ষকদের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, ‘২৪ ঘন্টার ভিতরে ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতা এবং শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদেরকে ক্যাম্পাস থেকে চিরজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
এসময় তারা আরও বলেন, যারা দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন তাদের ক্যাম্পাসে থাকার বিষয়ে শিক্ষার্থীরা বিবেচনা করবে। এর আগ পর্যন্ত ক্যাম্পাসের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষার্থী এবং শিক্ষকরা ক্যাম্পাসে অবাধে চলাফেরা এবং অবস্থান করতে পারবেন।’