শেখ হাসিনা সরকার পতনের ৭২ ঘন্টা পার : দায়িত্ব নিচ্ছে অন্তবর্তী সরকার
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ১২:৩৫:৪০ অপরাহ্ন
*দুপুরে ফিরছেন ড. ইউনুস, রাতে শপথ * সব ধরনের সহায়তার অঙ্গিকার সেনাপ্রধানের
জালালাবাদ রিপোর্ট: শেখ হাসিনা সরকার পতনের পর ৭২ ঘণ্টা হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার গঠন হয়নি। তবে সেনাপ্রধান জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই দায়িত্ব নেবে অন্তবর্তী সরকার। রাত ৮টায় প্রধান উপদেষ্টার শপথ নেবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ ভেঙে দেওয়ার পর কার্যত কোন মন্ত্রিসভা নেই। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও তিনি সরকারপ্রধান নন। অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যত দেশে সরকার আছে তা বলা যাবে না।
এদিকে, সরকার গঠিত না হলেও দেশ বুধবার গুরুত্বপূর্ণ একটি দিন পার করেছে। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নর। ঢাকায় বিএনপির বড় শোডাউন হয়েছে। আদালত ড. ইউনুসের ৬ মাসের সাজা বাতিল করেছেন। জনগনের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন ড. ইউনুস। সংবাদ সম্মেলনে অন্তবর্তী সরকার নিয়ে কথা বলেছেন সেনাপ্রধান জেনানেল ওয়াকার উজ জামান। পুলিশ ও র্যাবের শীর্ষপদগুলোতে রদবদল হয়েছে।
আজ আসছেন ড. ইউনুস ও তাঁর বার্তা :
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাতে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এ অবস্থায় ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এদিকে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যাঁরা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন, আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত-নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।
ড. ইউনূস বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। দেশবাসীর উদ্দেশে ড. ইউনূস বলেন, অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।
অন্তর্বর্তী সরকার ১৫ সদস্যের, আভাস সেনাপ্রধানের :
গতকাল রাত ৮টা পর্যন্ত ঘোষণা করা হয়নি অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ তালিকা। তবে, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার রাত ৮টায় হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। সরকারে আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন।
সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। মোটামুটি একটা দাঁড়িয়েই যাচ্ছে। যেহেতু ফরমালি প্রকাশ করা হয়নি তাই এখন কথা বলতে চাচ্ছি না। বুধবার বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শপথ বিকালে করার প্রস্তাব ছিল, কিন্তু খুব টাইট হয়ে যাবে। রাত ৮টা নাগাদ হতে পারে। ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে। উনি দুপুর ২টা দশে আসবেন। ড. ইউনূসকে রিসিভ করতে তিন বাহিনী প্রধানই এয়ারপোর্টে থাকবেন। অধ্যাপক ইউনুসের সাথে কথা হয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, আমরা সব ধরনের সহায়তা করবো। আমি আশা করছি তিনি সুন্দরভাবে সবকিছু সফলভাবে সমাধা করতে পারবেন। তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।
দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ এখন ডিউটিতে নেই। একটা বড় ফোর্সের ভয়েড সৃষ্টি হয়েছে। এটা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব না।
খুব শীঘ্রই পুলিশ পুনর্গঠিত হবে আশা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, পুলিশ কাজে নেমে যাবে যখন তখন ভয়েডটা পূরণ করতে পারবো। পুলিশ বিশাল একটা ফোর্স। এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় এই ভয়েড হয় এটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কারো পক্ষে পূরণ করা সম্ভব না। আমি নিশ্চিত পুলিশ খুব শিঘ্রই পুনর্গঠিত হবে। এ সমস্ত ভ্যানডালিজম প্রতিহত করতে সমর্থ হবে। এ সমস্ত কাজে যারা জড়িয়েছে তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো।
ড. ইউনূসের ছয় মাসের সাজা বাতিল :
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ছয় মাসের বিনাশ্রম কারাদ-ের রায় বাতিল করেছে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করে অধ্যাপক ইউনূসসহ চারজনকেই খালাস করে রায় দিয়েছে ট্রাইব্যুনাল।রাজধানীর বিজয় নগরে অবস্থিত শ্রম আপিলেট ট্রাইব্যুনালে এ শুনানি বুধবার দুপুর তিনটার পরে শুরু হয়। দেড় ঘন্টা শুনানির পর এ রায় দেয়া হয়। ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বলেন, আপিল গ্রহণ করে চারজনকেই খালাস করে রায় দিয়েছে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল।
গত ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ঢাকার একটি শ্রম আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়।