ওসমানীনগরে শিক্ষার্থীদের শান্তি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৬:৩৮:৫০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে কোটা সংস্কার আন্দোলনের সাফল্য অটুট রাখার প্রত্যয়ে গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে র্যালী পরবর্তি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে র্যালীটি শুরু হয়ে সিলেট ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজার হয়ে যাত্রী ছাউনির কাছে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন যুব সংগঠক রুমেল আহমদ। এদিকে, স্থানীয় গোয়ালাবাজার ও দয়ামীর বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার পরিস্কার ও ট্রাফিক কার্যক্রম পরিচালনা করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মহাসড়কের যানবাহনের শৃংখলা রক্ষায় দিনভর কাজ করে থাকে।