সুনামগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৬:৪০:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : শেখ হাসিনার পদত্যাগের পর দেশের প্রায় সব জায়গায় পুরোপুরি ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে সুনামগঞ্জের বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন সংস্কৃতিকর্মীরা। তাদেরকে দেখা গেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন সংগঠনের কর্মীরাও।
বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি হয়। শহরের মোড়ে গিয়ে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছিলেন। এছাড়াও নগরের বিভিন্ন স্থাপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করতেও দেখা গেছে।
আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) সামনে, কালীবাড়ি মোড়ে, পুরাতন বাসস্টেশন মোড়ে, উকিলপাড়াসহ বিভিন্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পৌরসভার রাস্তা ও ফুটপাতের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা।
এদিকে, শিক্ষার্থীদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। সিগন্যালগুলোতে শিক্ষার্থীদের পাশাপাশি সংস্কৃতিকর্মী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা দায়িত্ব পালনসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট-এর সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল বারি, ওসমান গনী, মেহেদী হাসান সাকিব, তামিম রায়হান, ইফতেকার সাজ্জাদ পিয়াল, সামির পল্লব, নাহাত হাসান পোলমি, জিয়ান জুবের, ইমনুদুজ্জা, শবনম দুজ্জা জুতি, রাহি, মাসুম বিল্লাহ্, মুরশেদ আহমদ, মোঃ নাসির উদ্দিন, আবু তাহের হিরণ, অয়েসুর রহমান এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি এসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিট-এর কৌশিক সরকার, সালেহ আহমদ রিয়াদ, তানভীর আহমদ রাসেল, সুমন আহমেদ, মাসুম আহমেদ, সুমন বিশ্বাস, তালহা জুবায়ের নাহিদ, প্রিয়াস শ্যাম প্রিতম, তমাল পাল, সাব্বির আহমেদ সায়েম, শেরু জামান প্রমুখ।