বাংলাদেশে ভারত-যুক্তরাষ্ট্র দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৭:৪৪:৪৮ অপরাহ্ন
অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন। এরমধ্যে যারা ভারতীয় ভিসা আবেদনের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের পাসপোর্ট ফেরত পেতে visahelp.dhaka@ mea.gov.in অথবা visahelp@ivacbd.com এই দুটি ইমেইল অ্যাড্রেসে আবেদন করতে বলা হয়েছে।
নতুন আবেদনপত্র কবে থেকে জমা নেয়া হতে পারে সেটা দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সব কার্যক্রম ৬ অগাস্ট থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সেখানকার একজন কর্মকর্তা। এরমধ্যে বুধবার বাংলাদেশে কর্মরত মার্কিন নাগরিকদের জন্য এক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।