সদর উপজেলা বিএনপির জরুরি সভা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৮:১৯:৫৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অনেক কষ্টের ফসল এই বিজয়। এই বিজয় অর্জিত হয়েছে অনেকগুলি তাজা প্রাণের বিনিময়ে। হাজার হাজার ছেলেরা শরীরে গুলি নিয়ে পঙ্গুত্ববরণ করেছে। এতো ত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তেমুখিস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট সদর উপজেলা বিএনপির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও ড. এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দীকি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী, সহ সভাপতি একে এম তারেক কালাম, সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন ও সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফসার খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি বাদশা আহমদ, ১ম সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও ফারুক মিয়া, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার, দপ্তর সম্পাদক ফখর উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ মোঃ আব্দুল সালাম, এনাম হোসেন, অলিউর রহমান আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ রানা, তারেক আহমদ, সিদ্দিকুর রহমান রুহেল, রাজু আহমদ, কুরবান আলী, ল’ কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সায়েম, মামুন আহমদ মুন্না, আলী আব্বাস, শাহ খুররাম ডিগ্রী কলেজের আহবায়ক জুনেদ আহমদ জুনেদ, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল আলম পাবেল প্রমুখ। বিজ্ঞপ্তি