গণদাবী পরিষদের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৮:২৪:১৯ অপরাহ্ন
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তারা চলমান পরিস্থিতিতে সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, সারাদেশে চুরি, ডাকাতি, হত্যা, খুনসহ সকল অপরাধজনক কাজ চিহ্নিত সন্ত্রাসীরা করছে। দেশের চলমান অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সেনা প্রধানের প্রতি জোর দাবী জানানো হয়। সভায় বক্তারা বলেন, চলমান অরাজকতা বন্ধের জন্য পাড়ায়-মহল্লায় দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, ফখরুল ইসলাম সায়েস্তা (ইউপি-চেয়ারম্যান), এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, মারিয়ান চৌধুরী মাম্মি, ডাঃ হাবিবুর রহমান, এডভোকেট চৌধুরী রহমত এলাহী রাজ, এডভোকেট শহিদুল্লাহ, এডভোকেট ইয়াছিন আহমদ, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আমিনুল ইসলাম বকুল, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস প্রমুখ। বিজ্ঞপ্তি