কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে জনতা ব্যাংকের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৮:২৫:৫৪ অপরাহ্ন
বীর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে পুলিশ ও দুষ্কৃতকারীদের হামলায় শাহাদাৎবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে জনতা ব্যাংক সিলেট কর্পোরেট শাখার উদ্যোগে দোয়া মাহফিল বৃহস্পতিবার লালদিঘীরপাড়ে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখার ডিজিএম-ইনচার্জ মোঃ নজরুল ইসলামসহ শাখার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ এর মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। দোয়া মাহফিলে শাহাদাৎ বরণকারী সকল শহিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।