শাহাদাত বরণকারীদের মাগফেরাত কামনায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৮:২৭:০৫ অপরাহ্ন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শাহাদাত বরণকারী ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। বুধবার বাদ আসর টুকের বাজার সংলগ্ন গৌরীপুর জামে মসজিদে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায় আব্দুল মালেক মেম্বার, যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিন ও আফতাব উদ্দিন, সদর উপজেলা আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. সিরাজ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক মোস্তফা আহমদ রাজা, যুগ্ম আহবায়ক বাবুল আহমদ, বিশ্বনাথ উপজেলা যুগ্ম আহবায়ক দিলওয়ার আহমদ, বালাগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক দরুদ আলী, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, শাহাব উদ্দিন, মোঃ শাহজাহান, ওয়াছির আলী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও এনাম হোসেন, বিএনপি নেতা দিলওয়ার হোসেন, আব্দুল মুমিন, খালেদ আহমদ, আব্দুল মালিক, যুবদল নেতা ইকবাল হোসেন, রাসেল আহমদ, সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি