সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৮:২৭:৩৭ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা বৃহস্পতিবার বিকালে নগরীর সুরমা ম্যানশনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে সভায় সাম্প্রতিক গণঅভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও সকল উপদেষ্টাকে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর পক্ষ থেকে সভায় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে তাদের প্রতি শুভ কামনা করা হয়। তাদের নেতৃত্বে দেশের মানুষের সকল আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা করা হয়। একই সাথে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সকল ছাত্র নেতৃবৃন্দকেও শুভেচ্ছা-অভিনন্দন জানানো হয়।
কোটা আন্দোলনে অনাকাঙ্খিতভাবে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। নিহত সকলকে গণঅধিকার আদায়ের বীরযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করে গ্রেজেট প্রকাশের দাবী জানানো হয়। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, পিতা-মাতাকে আমৃত্যু সম্মানী ভাতা প্রদান এবং নিহতদের পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে কমপক্ষে পরিবারের একজন সদস্যকে সরকারি চাকুরীতে নিয়োগের দাবী জানানো হয়। এছাড়া আহত সকলকে রাষ্ট্রীয় ব্যয়ে সুচিকিৎসা প্রদান, পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয়।
চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে কিছু সুযোগ সন্ধানী কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধ করা এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিনিয়র সদস্য আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, আমীন তাহমিদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্ত্তী এডভোকেট, প্রিন্স বাহার আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি