রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে জিডিএফ’র দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৮:২৯:০৭ অপরাহ্ন
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রজব আলী খান নজীবের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) ও মরহুমের পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, সদস্য দিদার আহমদ, ফাতেমা বেগম, শিলন বেগম, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ শারমিন আক্তার রেবা, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক বায়জিদ শিপন ও জয়দ্বীপ রায়, সুপার ভাইজার রায়হান খান। এছাড়াও অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছুল হক। বিজ্ঞপ্তি