বড়লেখায় নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৮:৩১:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার সকালে টিলা থেকে শাহজান আহমদ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। তিনি দুই সন্তানের জনক ও উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামের ষাটঘরি এলাকার মৃত ইছমাইল আলীর ছেলে। থানা পুলিশ না থাকায় ইউএনও’র পরামর্শে আইনি প্রক্রিয়া ছাড়াই স্বজনরা নিহতের লাশ দাফন করেছেন।
জানা গেছে, গত সোমবার শাহজান আহমদ নিখোঁজ হন। স্বজনরা তার কোনো খোঁজ পাচ্ছিলেন না। বৃহস্পতিবার সকালে এলাকাবাসি বোবারথল এলাকার করইছড়া পুঞ্জি টিলায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ সনাক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম জানান, থানায় কোনো পুলিশ না থাকায় আইনি প্রক্রিয়া নেওয়ার সুযোগ নেই। তাই সুরতহালের আলোকচিত্র রেখে লাশ দাফনের ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলে দিয়েছেন।