রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে চেম্বারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৯:০১:১২ অপরাহ্ন
যেকোন বিপদে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার
চেম্বার কনফারেন্স হলে বৃহস্পতিবার দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সম্প্রীতির নগরী। সিলেটে ধর্ম-দল-মত নির্বিশেষে সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমরা বসবাস করি। দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে এখানে কোন বিশৃঙ্খলা, হামলা বা লুটপাট হোক তা আমরা কেউই চাই না। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এ বিজয়কে যাতে কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দলীয় নাম ভাঙ্গিয়ে কেউ কোন ধরণের লুটপাট করলে আমরা কখনই তা প্রশ্রয় দিব না। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে না থাকায় এধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই দেশের সার্বিক পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এধরণের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিসটেন্ট সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আমরা এ নতুন দিন দেখতে পেরেছি। তাদের এই অর্জনকে কলুষিত করার সকল পরিকল্পনা আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীদেরকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, সেই সাথে আমরা আমাদের দলীয় কর্মীদের আহবান জানাবো ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, রাজনীতিবিদদের ভুলের জন্যই বর্তমান নতুন তরুণ প্রজন্ম রাজনীতি পছন্দ করে না। তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি আস্থা আমাদেরকেই ফিরিয়ে দিতে হবে। তিনি সিলেটের সকল মার্কেটের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে দোকান-পাট খোলার জন্য সাহস ও উৎসাহ দিতে হবে। এ ব্যাপারে তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সভাটি আয়োজনের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিএনপি’র কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্রদল বা বিএনপি’র কেউ কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম ও লুটপাটের সাথে যুক্ত থাকলে তাকে সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে। তিনি এ ধরণের কোন তথ্য থাকলে তা বিএনপি’র নেতৃবৃন্দকে অবহিত করার অনুরোধ জানান।
সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান ও সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তারা সভাটি আয়োজনের জন্য চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং যেকোন বিপদে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী বলেন, দেশ বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত একমাসের অস্থিতিশীলতায় সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাত মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কিছু দুষ্কৃতকারী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, কোন রাজনৈতিক দল কখনই দেশের অর্থনীতির ক্ষতি চায় না। তাই তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যকে স্বাভাবিক করতে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ লায়েছ উদ্দিন, সাবেক সহ সভাপতি মোঃ দিলওয়ার হোসেন ও মোঃ আতিক হোসেন, সদস্য মোঃ আবুল কালাম। উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, আমিনুর রহমান (লিপন), মোঃ আব্দুস সামাদ, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মাহদী সালেহীন, আরিফ হোসেন, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ড. নূরুল ইসলাম বাবুল, আই.বি.ডব্লিউ.এফ এর সভাপতি জুবায়ের রকিব চৌধুরী, ব্যবসায়ী হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ।
সভা শেষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতিতে সিলেটের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনার আহবান জানান সিলেট চেম্বারের সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী। তিনি জানান, সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ যেকোন বিপদে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন। তিনি কোন ব্যবসায়ী যেকোন ধরণের হামলার শিকার হলে তা চেম্বারের অফিসিয়াল নম্বরে (০১৭৮১-৬০৭১৫১, ০১৬০৯-৯১৯৪৪১, ০১৭৯৪-৪৯৯৬৮৪) জানানোর অনুরোধ জানান। বিজ্ঞপ্তি