দাড়িয়াপাড়ায় মন্দির ও আশ্রম পরিদর্শনে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৯:১১:১৭ অপরাহ্ন
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় মন্দির ও আশ্রম পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে মন্দির ও আশ্রম পরিদর্শন শেষে মতবিনিময়কালে শিক্ষার্থীরা যেকোন বিষয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবকিছু শান্তিপূর্ণ আছে এবং যেকোনো ভূল খবর প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরারিচাঁদ কলেজের সমন্বয়ক তানজিনা বেগম, আয়েশা আক্তার, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাজেদ, মহিলা কলেজের শিক্ষার্থী শারমিন। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল দাস, জায়েদ আহমেদ, গোবিন্দ দাশ, সুদীপ্ত দেব প্রণব, এমরান হোসেন, অনুপ দেব, সাহাদ হোসেন, বিশ্বজিৎ মালাকার ও দ্বীপ দাস প্রমুখ। বিজ্ঞপ্তি