চৌহাট্টা পয়েন্টকে ‘বিজয় চত্বর’ নাম দিল শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৯:৩৯:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর চৌহাট্টা পয়েন্টকে ‘বিজয় চত্বর’ হিসেবে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ( ৮ আগস্ট) দুপুরে সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রস্থল চৌহাট্টার গোল চত্বরে লাল-সবুজ রং দিয়ে সাদা হরফে ‘বিজয় চত্বর’ লিখেন তারা। পাশাপাশি এসময় তাদেরকে ‘নিরাপদ সড়ক চাই’ ও আন্দোলনের স্মরণে গ্রাফিতিও আঁকেন। তারা সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে। এসময় যাতায়াতকারী পথচারীদের অনেকেই তাদেরকে বিজয় চিহ্ন প্রদর্শণ করে অভ্যর্থনা জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিলেটের জেলা সমন্বয়ক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ শাফিন বলেন, চৌহাট্টা হল সিলেটের যেকোনো আন্দোলনের প্রাণকেন্দ্র। সিলেটের সকল আন্দোলন, সমাবেশ হয় সব এখান থেকেই হয়। ২০১৮ সালের ‘কোটা সংস্কার আন্দোলন’ থেকে শুরু করে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনসহ ২০২৪ সালের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র শেষের দিকে চৌহাট্টা হয়ে উঠে আন্দোলনের কেন্দ্রস্থল। এজন্য আমরা চাচ্ছি তরুণ প্রজন্ম এই চত্বরটিকে সবাই ‘বিজয় চত্বর’ নামেই চিনুক।