এডভোকেট জুবায়ের ও আব্দুর রবকে ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ৯:৫২:২৬ অপরাহ্ন
ষড়যন্ত্রমূলক মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কাউন্সিলের সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সিলেটের আদালত প্রাঙ্গনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কারামুক্ত আইনজীবীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট এজাজ উদ্দিন, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট জামিল আহমদ রাজু, সহ-সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, কর আইনজীবী সমিতি সিলেটের সেক্রেটারী এডভোকেট শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট সোলেমান আলী ও এডভোকেট ইয়াসীন খান।
সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট মর্তুজা আলী, এডভোকেট জিয়াউদ্দিন নাদের, এডভোকেট আসাদ হোসেন, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট মাশহুদ আহমদ মহসিন, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট এবিএম শিপন, এডভোকেট নজমুল হুদা, এডভোকেট আমিনুল ইসলাম রেদওয়ান, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট হাবিব আহমদ, এডভোকেট মুমিনুজ্জামান, এডভোকেট আব্দুল গাফফার, এডভোকেট সাজন আহমদ, এডভোকেট কামরুজ্জামান ও এডভোকেট জুবায়ের আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মাধ্যমে জাতি জুলুম থেকে মুক্তি পেয়েছে। বাকশালী সরকার টানা ১৫ বছর বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়েছে। দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এই রাষ্ট্র ও সমাজকে নতুন করে সাজাতে হবে। আদালত প্রাঙ্গন হচ্ছে সাধারণ মানুষের বিচারের আশ্রয়স্থল। এখানে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। বিজ্ঞপ্তি