সিলেটে আহত চিকিৎসাধীন ছাত্রজনতার পাশে মহানগর জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ১০:১১:১২ অপরাহ্ন
ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রজনতার
ত্যাগ জাতি কোনদিন ভুলবেনা
—–এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও দেশের অনেক ক্ষতি করে গেছে। গণঅভ্যূত্থানের দিন পর্যন্ত ছাত্রজনতার উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা নৃশংস হামলা করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে যোগ দিতে গিয়ে যারা শহীদ ও আহত হয়েছেন তারা জাতির শ্রেষ্ট সন্তান। বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের পতনে ছাত্রজনতার এই ত্যাগ জাতি কোনদিন ভুলবেনা। আমরা নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আওয়ামী দুঃশাসনে বিধ্বস্ত এই দেশকে গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহতদের দেখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ , জেলা দক্ষিণ সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট উৎখাত হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন স্বার্থান্বেসী মহল যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে সিলেট মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। বিজ্ঞপ্তি