বড়লেখায় ইউএনও ও সেনা কর্মকর্তার সাথে সমন্বয়কদের বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৬:২৯:৫৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়কারি তামিম আহমদসহ ১৩ সমন্বয়কারি চলমান পরিস্থিতি ও তাদের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বৈঠক করেছেন। এসময় তারা বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিনের বরখাস্তের দাবি জানিয়েছেন।
ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সমন্বয়কারিরা জানান, উদ্বুত পরিস্থিতিতে তারা জনগণের জানমাল সুরক্ষায় কাজ করছেন। গত দুই দিন ধরে উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার পাহারা দিচ্ছেন। যাতে কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী ব্যবসায়িদের ক্ষয়ক্ষতি করতে না পারে। শনিবার পৌরশহরে তাদের ক্লিনিং কার্যক্রম শুরু হবে জানিয়ে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়কারি আবু হাসান, কিবরিয়া আল মাহমুদ, আরিয়ান ফরহাদ, ইসতিয়াক আহমদ, আবিদুল হোসেন, সামিয়া ইসলাম, তুন্নি জান্নাত, তাসপিয়া রহমান, জান্নাতুল ফেরদৌস, জাকির হোসাইন, আশরাফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।