কুলাউড়ায় জাসদ ও সিপিবির সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৬:৩৩:২৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে অভিনন্দন এবং হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ জাসদ উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমুহনী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি কেন্দ্রীয় সদস্য কমরেড খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল ও কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ নেতা আব্দুল হান্নান, সিপিবি নেতা মশরফ আলী, আব্দুল বাছিত মজুমদার, কাদিপুর ইউপি সদস্য ও জাসদের কাদিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, জাসদের জয়চ-ী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস ছালাম, কুলাউড়া সদর ইউনিয়ন শাখার সভাপতি সোহাগ মিয়া, সিপিবি নেতা কৃপাময় শীল, মোবারক হোসেন, বাংলাদেশ জাসদের কর্মধা ইউপি শাখার নেতা ফরিদ মিয়া, কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, বাংলাদেশ যুব জোটের সভাপতি আব্দুস সোবহান টিপু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, বাংলাদেশের জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়, সাধারণ সম্পাদক সুবাস নাইডু প্রমুখ।