সিলেটে ট্রাফিকে থাকা শিক্ষার্থীদের স্বাগত জানালো দোকান মালিক সমিতি
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৬:৩৯:১৭ অপরাহ্ন
সিলেট নগরীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের স্বাগত জানালো বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা। বৃহস্পতিবার সংগঠনটির জেলা শাখার সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম ও মহাসচিব আব্দুর রহমান রিপন এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অভিনন্দন ও স্বাগত জানান। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। তাদের এই উদ্যোগকে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা স্বাগত জানাই। এসময় তাদের পাশে থাকার অঙ্গিকার করছি। পাশাপাশি এই শিক্ষার্থীদের কাজের সময় প্রয়োজনী সহযোগিতা করতে আমাদের সকল ব্যবসায়ীদের কাছে আহবান জানাচ্ছি। বিজ্ঞপ্তিতে চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি