মাধবপুরে থানায় ফিরছেন পুলিশ সদস্যরা
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৬:৪০:৩৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : ৪ দিন পুলিশি কার্যক্রম বন্ধ থাকার পর পুলিশ সদস্যরা নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গত সোমবার শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশে থানায় ও ফাঁড়িতে পুলিশের উপর আক্রমণ শুরু হলে মাধবপুর থানার কাসিমনগর, মনতলা, তেলিয়াপাড়া, ছাতিয়াইন এবং মাধবপুর থানার পুলিশ নিজেদের রক্ষা করতে নিরাপদ জায়গায় চলে যায়। এরপর গত ৫ আগস্ট থেকে মাধবপুর থানায় পুলিশের সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। অবশ্য মাধবপুর থানা খোলা ছিল তবে কোন দাপ্তরিক কার্যক্রম ছিলনা। ৪ টি ফাঁড়ি ছিল তালাবন্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, পুলিশের লোকজন জীবন বাঁচাতে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছে। এখনো পুলিশের আতংক কাটেনি। তবে পুলিশ সদর দপ্তরের নির্দেশে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, নিরাপত্তা সমস্যায় পুলিশ প্রাণভয়ে চলে যাওয়ায় ফাঁড়ি বন্ধ ছিল। তবে থানা সীমিত পরিসরে খোলা ছিল। মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের নির্দেশে শুক্রবার থেকে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আবার মাঠে কাজ শুরু করবে।