নগরীর সৌন্দর্য্য ফেরাতে ক্ষতিগ্রস্ত স্থানে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৮:৪৯:২৫ অপরাহ্ন
গণঅভ্যুত্থানের সময় সিলেটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ পুন:রোপণ করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজয়ী ছাত্র জনতাকে নিয়ে সিলেট নগরীর সুগন্ধা নার্সারির উদ্যোগে শুক্রবার সকাল থেকে নগরীর বন্দর বাজার, মহাজন পট্টি ও জামতলার রাস্তার আইল্যান্ডে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি শুরু করেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, কলামিস্ট আফতাব চৌধুরী ও জাতীয় পর্যায়ে গোল্ড পদকপ্রাপ্ত সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন।
এ সময় তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্যকে ম্লান করতে সন্ত্রাসীরা দেশব্যাপী চুরি, ডাকাতি, ছিনতাই ও ভাঙচুর লুটতরাজ করেছে। তাদের ধ্বংসের হাত থেকে রাস্তার পাশের আইল্যান্ডও রেহাই পায়নি। রাস্তার পাশের বৃক্ষরাজির প্রচুর ক্ষতি হয়েছে। তাদের ধ্বংসযজ্ঞের মাঝে প্রাণ ফিরিয়ে আনতে এবং লাল সবুজের মাতৃভূমিকে চির যৌবনা করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আজ দেশের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও নানা পেশার দেশপ্রেমী সাধারণ মানুষেরা এগিয়ে এসেছে।
সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, আমাদের প্রিয় নগরী সিলেটকে পুনরায় সাজাতে আমার সুগন্ধা নার্সারিকে আমি উৎসর্গ করলাম। আজ আমরা সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে রঙ্গন, অল্কানন্দন, গন্ধরাজ, টগর, হাছনাহেনা, রাধাচূড়াসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক শোভা বর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করেছি। আমাদের প্রাণের শহর সিলেটের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে আপনারাও এগিয়ে আসুন।
বৃক্ষরোপণে আরো উপস্থিত ছিলেন বন্দরবাজারে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালনকারী কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর, জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও এনডিএফ বিডির কো চেয়ারম্যান মোহাম্মদ খলীলুর রহমান, ফয়জুল হক, রোটারিয়ান কুতুব আল দীন, ফয়জুল হক, মনোয়ারা বেগম, জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাসরিব উদ্দীন, সাকিব আল হোসেন রাহাত ও সামিন আল হোসেন রাফিদ প্রমুখ। বিজ্ঞপ্তি