গোয়াইনঘাট শিবমন্দির পরিচালনা কমিটির সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৮:৫১:০৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে কেন্দ্রীয় শিবমন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫ টায় শিবমন্দির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দনের সভাপতিত্বে ও সাবেক শিবির সভাপতি আমীর উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে লুটপাট ভাংচুর, মন্দির রক্ষা তথা মানুষের নিরাপত্তা দিতে জামায়াতের সকল নেতাকর্মীরা মাঠে রয়েছে। কোন প্রকার শঙ্কা থাকলে বলুন আমরা এখানে পাহারার ব্যবস্থা করবো। প্রতিটি ইউনিয়নে জামায়াতের প্রতিরোধ কমিটি রয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, নায়েবে আমীর আঃ নুর, সাবেক শিবির সভাপতি প্রবাসী নাছির উদ্দিন, মন্দির কমিটির সেক্রেটারী সুবাস চন্দ্রপাল ছানা প্রমুখ। এ সময় উপজেলা ও ইউপি জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কেন্দ্রীয় শিব মন্দির পরিচালনা কমিটির নিত্যানন্দ দাস, রনজিত দত্ত, বিকাস চন্দ, বিদান চন্দ, গোপাল বিশ্বাসসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।