নগরীর পাড়া-মহল্লার মসজিদে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৯:০৬:২৭ অপরাহ্ন
বিগত আন্দোলন সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশে দোয়ার কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর পাড়া-মহল্লায় জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিজ নিজ এলাকার সকল মুসল্লিকে নিয়ে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে গ্রহণ করেন।
নগরীর হাউজিং এস্টেট মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী এবং সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী।
নিজ এলাকা চৌকিদিঘী জামে মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী। এছাড়া নগরীর প্রত্যেক ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি