বড়লেখায় সাংবাদিক ইকবালের মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৯:১১:৪৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপনের মাতা খালেদা খানম নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার (০৯ আগস্ট) সকাল নয়টায় তিনি রাঙ্গাউটি গ্রামের নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটায় রাঙ্গাউটি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, খালেদা খানম নাহারের মৃত্যুতে নিহতের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফেজ, পুলিশ পরিদর্শক আকবর হোসেন, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।