পূজা ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৯:১৩:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার এক প্রতিনিধি দল শুক্রবার বেলা এগারোটা থেকে মহানগরীর বিভিন্ন মন্দির ও মহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দের ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি পরিদর্শন করেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস। এছাড়াও মন্দির পরিদর্শনে যুক্ত হন মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্না, পূজা পরিষদ কোতোয়ালি থানা শাখার সভাপতি এডভোকেট অরবিন্দ দাশগুপ্ত বিভু।
নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির পরিদর্শন ছাড়াও মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্যদের ক্ষতিগ্রস্ত বাসভবন ও পারিবারিক মন্দির পরিদর্শন করেন। মহানগর পূজা উদযাপন পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ বিবৃতিতে সিলেট মহানগরীর সকল মন্দির, উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে প্রশাসনের প্রতি জোর দাবি জানান একই সাথে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও সিলেটের সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তায় সিলেটের প্রশাসন সহ সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের ছাত্র জনতার সহযোগিতা কামনা করেন।
পূজা ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে নির্মমভাবে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে সকল হত্যার বিচার দাবি করেন এবং দেশব্যাপী সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। বিজ্ঞপ্তি