সিলেটে ছুটির দিনেও ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার-শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ৯:১৭:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শুক্রবার ছুটির দিনেও নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও যান চলাচলে শৃঙ্খলা ফিরাতে কাজ করছে আনসার ও শিক্ষার্থীরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর কোন পয়েন্টে নেই ট্রাফিক পুলিশ। দেখা মিলেনি রাস্তায় ডিউটিরত কোন পুলিশের। বিভিন্ন পয়েন্টে আনসারের পাশাপাশি শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
জানা গেছে, বিগত সরকারের আমলে সড়কে যানচলাচলে নিয়ম মানার প্রবণতা তৈরি করা যায়নি। ট্রাফিক পুলিশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই এতোদিন চলেছিলেন চালকরা। চলছিল অবাধে স্ট্যান্ডবাজি টোকেনবাজি ও যাত্রী হয়রানী। কিন্তু বর্তমানে মামলা-জরিমানা টোকেনসহ কোনোরূপ হয়রানী ছাড়াই সড়কে ফিরেছে শৃঙ্খলা। সড়কে সবাই মানছেন ট্রাফিক সিগন্যাল। যা বাস্তবায়ন করছেন সরকার পতনে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সিলেট নগরীর বিভিন্ন রাস্তায় শৃঙ্খলা ধরে রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ছাত্র ও ছাত্রীরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও। ট্রাফিক পুলিশ না থাকায় তারা যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে নিরলস কাজ করছেন এবং সফলও হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কে যানজট কমাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। মোটরসাইকেল চালাতে হেলমেট পরতেও বাধ্য করা হচ্ছে। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় জঞ্জাল পরিষ্কার রাখতে দলবেঁধে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। গত তিনদিন থেকে এমন কাজ করছেন শিক্ষার্থীরা।
নগরীর রিকাবীবাজার এলাকায় বুধবার থেকে সড়ক পরিচ্ছনের কাজসহ যাবাহনের শৃঙ্খল রক্ষার কাজ করছে শাবিসহ বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা। এমনকি প্রাইভেট কলেজ ভার্সিটির শিক্ষার্থীরাও রয়েছেন কাজে। সরেজমিনে দেখা গেছে নগরের মির্জাজাঙ্গাল পয়েন্টে যানবাহন চলাচল শৃঙ্খলার কাজে নিয়েজিত রয়েছে নর্থইস্ট ভার্সিটির চার নারী শিক্ষার্থী। তাদের কার্যক্রমে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি। আমরা মূলত স্বৈরাচার সরকারের পতন চেয়েছিলাম। পতন হয়েছে। কিন্তু এই বিজয় উদযাপনের নামে কিছু মানুষ বিশৃঙ্খলা করছে। সড়কে লম্বা যানজট তৈরী হচ্ছে। তাই আমরা শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলায় রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত পুলিশ কর্মে ফিরে না আসছে ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
নগরের চৌহাট্টা জিন্দাবাজার আম্বরখানা বন্দরবাজার পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা জানান, কয়েকদিন থেকে পুলিশ দায়িত্ব পালন করছে না। এতে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা স্ব-উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সাধারণ পথচারী ও যানবাহন চালকরাও নিয়ম মেনে পথ চলছেন। তারা আমাদের সিনাল সাদরে গ্রহণ করছেন।
এছাড়াও নগরীর সবকটি পয়েন্টে যানবাহন চলাচল শৃঙ্খলায় কাজ করছে শিক্ষার্থীরা। পাশপাশি মাইকিং করে যান ও জনচলাচলের রাস্তা খালি রাখান আহ্বান জানাচ্ছে তারা।
গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর সারাদেশের ন্যায় সিলেটের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তারা আর কাজে ফেরেনি। ফলে নগরীর সড়কগুলো অনিরাপদ হয়ে উঠলে শিক্ষার্থীরা শৃঙ্খলা ফেরানোর কাজে নেমে পড়েন। পাশিপাশি সরকারি আদেশে আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করছেন।
এদিকে বৃহস্পতিবার থেকে নগরীর ৬টি থানায় কার্যক্রম শুরু হলেও এখনো রাস্তায় নামতে দেখা যাচ্ছেনা পুলিশ সদস্যদের।