বিশ্বনাথে মুখে রড ঢুকিয়ে শিশু হত্যা, ঘাতক আটক
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৬:৩২:৪৭ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ঘুমের মধ্যে রড ঢুকিয়ে নির্মমভাবে তামিম আহমদ (৭) নামের এক শিশুকে হত্যা করে পুকুরের মধ্যে ফেলে দেয় নাঈম আহমদ (২২) নামের এক নেশাগ্রস্ত যুবক। শুক্রবার বিকেল ২টায় উপজেলার কালিগঞ্জবাজার সংলগ্ন চুনু মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে।
খুন হওয়া তামিম আহমদ আলাপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে। আর টমটম চালক ঘাতক নাঈম আহমদ নেত্রকোনা জেলার মদন উপজেলার বড়হাটি গ্রামের আব্দুস সত্তারের ছেলে। ঘাতক নাঈম ও খুন হওয়া তামিমের পরিবার একই কলোনীতে বসবাস করতেন। শনিবার ভোররাতে স্থানীয় বাসিন্দারা খুনি নাঈমকে খোঁজে বের করে আটক করেন। সকাল ৮টায় তাকে নিয়ে পাশের পুকুর থেকে তামিমেম লাশ উদ্ধার করেন।
এসময় স্বীকারোক্তিতে স্থানীয়দের কাছে খুনের সাথে জড়িত নাঈম জানায়, ড্যান্ডি সেবন করে সে বাসায় ঘুমাচ্ছিল। শিশু তামিম আহমদ বার বার জানালা দিয়ে তাকে ডাকছিল। বিরক্ত হয়ে রাগের মাথায় সে কি করেছে আর বলতে পারেনি।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্চু জানান, যেহেতু থানায় পুলিশ নাই, তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও পৌরসভার মেয়র মুহিবুর রহমানসহ সকলের মতামতের ভিত্তিতে তামিমের লাশ ও খুনের সাথে জড়িত নাঈম কলোনীর মালিক চুনু মিয়াসহ এলাকার মুরব্বিদের হেফাজতে হয়েছে।