সুনামগঞ্জে অধিকারের মানববন্ধন: গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৬:৩৬:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে গুম ও বিচারবহির্ভূত হত্যাকা-সহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার সংগঠন অধিকার সুনামগঞ্জ এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধনে ছাত্র-শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত গুমের শিকার ব্যক্তিদের তাঁদের পরিবারের কাছে ফেরত দিতে হবে। বছরের পর বছর গুমের শিকার ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে তাঁদের পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করার এখন সময় এসেছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁর প্রিয়জনের আশায় এখনো পথ চেয়ে আছেন। দ্রুত গুমের শিকার ফেরত দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ, শিক্ষক নেতা রুহুল আমিন, যুবনেতা শাহ আলম, সিরাজুল ইসলাম, প্রভাষক মানিক উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের, সুনামগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক সাফুর রহমান সাজওয়ার, সাংবাদিক সুলেমান কবির, সমাজকর্মী আবুল হায়াত, নবীনুর, গৌরারং ইউনিয়ন যুব উন্নয়ন সংস্থার সভাপতি তফাজ্জুল হক সুমন, শিক্ষার্থী এমদাদুল হক জয় প্রমুখ।