সিলেটস্থ ‘বড়লেখা সমিতি’র নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৬:৩৮:৪৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সিলেটস্থ বড়লেখা সমিতির নেতৃন্দ শুক্রবার দিনব্যাপি বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের উপাসনালয় ও আখড়া পরিদর্শন, আখড়া কমিটির দায়িত্বশীল ও হিন্দু-মুসলমান নেতৃবৃন্দের সাথে সম্মিলিতভাবে মতবিনিময় সভা করেছেন। এ সময় বড়লেখা সমিতির নেতৃবৃন্দ চলমান পরিস্থিতিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার নাগরিকদের জান-মালের নিরাপত্তা বিধানে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বড়লেখা সমিতির সহ সভাপতি আব্দুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ সিলেটের সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সদস্য আতাউর রহমান ও জুলফিকার তাজুল বড়লেখা সদর ইউনিয়নের সোনাতোলা গ্রামে হিন্দু-মুসলমানদের নিয়ে যৌথভাবে মতবিনিময় সভা করেন। পরে তারা বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নীলাদ্রি চক্রবর্তীর বাড়ির লোকজন ও ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গীতাংশু দলপতির সাথে কুশল বিনিময় করেন। এরপর উপজেলার পাখিয়ালা, তেলিগুল, বারইগ্রাম আখড়া পরিদর্শন ও আখড়া কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় ও কোনো সমস্যায় ভোগছেন কি-না খোঁজ খবর নেন।
বড়লেখা সমিতির সহসভাপতি আব্দুর রহমান শাহীন জানান, চলমান পরিস্থিতিতে স্বার্থান্বেষী একটি মহল নানা গুজব ছড়াচ্ছে। এতে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে কিছুটা হলেও উদ্বেগ-আতংক বিরাজ করছে। তাদের জান-মালের ও আখড়ার নিরাপত্তায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারিরা পাহারার ব্যবস্থা করেছেন। সনাতন ধর্মাবলস্বীরা উদ্বেগ-আতংক কিংবা কোনো ধরণের সমস্যার সম্মুখিন হচ্ছেন কিনা তা সরেজমিনে পরিদর্শন করেছেন।