সীমান্তিক কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রাম সিলেটের র্যালি
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৭:৩০:৪৮ অপরাহ্ন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সীমান্তিক কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রাম সিলেট জেলার বিভিন্ন উপজেলা ইউনিটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সকল বাঁধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দিবসটিতে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জে পৃথক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গোলাপগঞ্জের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন মবিলাইজার অঞ্জলি রানী মালাকার, প্যারামেডিক্স জান্নাতুল নাঈম মিশু, উপজেলা সুপারভাইজার জাহিদুর রহমান লস্কসহ অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে একটি শিশু ভুমিষ্ট হবার পর প্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো তার খাবার। মাতৃদুগ্ধ শিশুর সকল পুষ্টি চাহিদা পূরণ করে তার স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত নবজাতকের জন্য মায়ের দুধের উপকারিতা নিয়ে আমাদের মধ্যে পরিপূর্ণ জ্ঞানের অভাব রয়েছে। ফলে বিডিএইচ-২০২২ অনুসারে, বর্তমানে মাত্র ৫৫% মা ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ান এবং জন্মের এক ঘন্টার মধ্যে মাত্র ৪০% মা শাল দুধ খাওয়ান যা খুব দুঃখজনক। এ থেকে বেরিয়ে আসতে ব্যাপকভাবে সর্বসাধারণের মাঝে মাতৃদুগ্ধের উপকারীতা নিয়ে প্রচারণা চালানো প্রয়োজন। বিজ্ঞপ্তি