অন্তর্বর্তীকালীন সরকারকে আনজুমানের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৭:৩৩:২৬ অপরাহ্ন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ। এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী এবং সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ও মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃতাধীন অন্তর্র্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, দেশে আইনশৃঙ্খলা পুনপ্রতিষ্ঠা করার মধ্য দিয়ে নতুন সরকার জনজীবনে স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে আনবে, দেশের অর্থনীতিকে সচল করবে এবং শিক্ষা ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এবং সরকারের সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি