সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৭:৪৫:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি ও দৈনিক সিলেটের ডাক ও সিলেট ভিউ২৪ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর গ্রামের বাসিন্দারা। শনিবার সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের ব্রিজে এই মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বীরগাঁও গ্রামের সকল শ্রেণী-পেশার মানুষ।
মানববন্ধনে গণমাধ্যমকর্মী শহিদনূরের উপর হামলার তীব্র নিন্দা জানান তারা। এছাড়া শহীদনুর আহমেদের উপর হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা, হামলার সময় লুট হওয়া সংবাদ সংগ্রহের সকল সরঞ্জাম ও ব্যক্তিগত জরুরি জিনিসপত্র ফিরিয়ে দেওয়া এবং তার চিকিৎসার সকল ব্যয় হামলাকারীদের বহন করার দাবি উত্থাপন করা হয়। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জিবাউল ইসলাম, সুয়েব আহমেদ সেলু, মুহিবুর রহমান, সইদুর ইসলাম, কাওসার আহমেদ ভুট্টো, রাহাত ইসলাম প্রমুখ।