ওসমানীনগরে শিক্ষার্থীদের সামাজিক কর্মসূচি অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৭:৫৬:২০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে শিক্ষার্থীদের উদ্যোগে সামাজিক কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলার তাজপুর বাজার, গোয়ালাবাজার এবং দয়ামীর বাজারে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা সড়কের সার্বিক শৃংখলা ফেরাতে, পথচারিদের সড়ক পারাপারের নিয়ম মেনে চলতে এবং বাজারের নোংরা ময়লা আবর্জনা পরিস্কার করতে সামাজিক কর্মসূচি অব্যাহত রেখেছে। তাদের এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন সকল শ্রেণিপেশার মানুষ।
জানা যায়, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরেকার পতনের পর ওসমানীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করে। পাশাপাশি বাজারের নোংরা পরিবেশকে পরিচ্ছন্ন এবং দখল হয়ে যাওয়া ফুটপাতকে দখলমুক্ত করে পরিষ্কার করতে এগিয়ে আসে তারা। সরকার পতনের পর বিগত ৪দিন থেকে একটানা কাজ করছে শিক্ষার্থীরা। বিগত সময়ে গোয়ালাবাজার এলাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও কখনো যানজটমুক্ত দেখা যায়নি। কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নামার পর ট্রাফিকের না পারা কাজগুলো করে দেখাতে সক্ষম হয়েছে। রাস্তায় গাড়ীর সারি, সাধারণ মানুষের নিয়মমাফিক রাস্তা পারাপার, হাট বাজারের নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচির ভুয়সি প্রশংসার পাশাপাশি উৎসাহ দিচ্ছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এলাকার অনেকেই তাদের বোতলজাত পানি ও খাবার দিয়ে উৎসাহ যোগাচ্ছেন।
গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলার তাজপুর ডিগ্রী কলেজের শহীদ মিনারে এলাকার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে স্মরণ করেন। এরপর তারা সড়কের যানজট নিরসনের পাশাপাশি শনিবার সকালে উপজেলার তাজপুর বাজার ও গোয়ালাবাজারের বিভিন্ন গলিতে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিস্কার করার সিদ্ধান্ত নেন।
কলেজ শিক্ষার্থী স্কাউটার জাহেদ আল হাসান ও আমিরুল ইসলাম তুহিন বলেন, আমরা দেশের প্রতিটি দুর্যোগময় মুহূর্তে সাধ্য মতো কাজ করছি। সমাজের জন্য এমন কাজ করতে আমাদের আনন্দ লাগছে। আমাদের এই কাজে সকল শ্রেণিপেশার মানুষ পাশে থেকে উৎসাহ জোগাচ্ছেন। আমাদের এ কাজ অব্যাহত থাকবে।
গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগী কলেজের প্রভাষক দিলিপ চক্রবর্তী বলেন, আমাদের শিক্ষার্থী প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। যে কাজ আমাদের করার কথা ছিল সেই কাজ তারা করে দেখাচ্ছে।