জালালাবাদ টিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৮:০২:২৫ অপরাহ্ন
সিলেট বিভাগের প্রথম শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান নগরীর উপশহরস্থ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষণার্থীদের উদ্যোগে দ্বিতীয় সেমিস্টারের সহপাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শুক্রবার কলেজ প্রাঙ্গণে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সায়েম আহমদ চৌধুরী, সুলায়মান চৌধুরী ও মো. আব্দুর রাজ্জাক। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফী মেরী। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন দক্ষিণ উপশহর সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মো. জসিম উদ্দিন ও সেক্রেটারী কাওসার আহমদ টিটু। সভায় বক্তারা শিক্ষা ও শিক্ষকতা জীবনে স্ব স্ব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্বের ওপর আলোকপাত করেন।
সভাপতির বক্তব্য অধ্যক্ষ হাসমত উল্লাহ বলেন, বৃক্ষ ও মানুষের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানব জাতি ও অন্যান্য স্থলচর প্রাণীকূলের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন বৃক্ষরাজি সরবরাহ করে থাকে। এছাড়া প্রকৃতি বিষতুল্য কার্বণ-ডাই অক্সাইড ও কার্বণ মনোক্সাইড বিশোষণ করে বৃক্ষরাজি প্রকৃতিকে জীবন ধারণের উপযোগী রাখে। প্রাণী বিজ্ঞানের এই অধ্যাপক আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক এ কর্মসূচি পালনে এগিয়ে এলে সমাজ ও দেশের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের উন্নতি হবে। এজন্য ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা রোপণের জন্য তিনি উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি