সাংবাদিক নৌসাদের পিতৃবিয়োগ, সিলেট প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৪, ৮:৩০:২৯ অপরাহ্ন
সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক নৌশাদ আহমদ চৌধুরী পিতা ডা. মো. নুরুল হক চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৬.৪০ টায় নগরীর খাসদবিরস্থ বন্ধন-২৪/এফ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর দরগাহে হজরত শাহজালাল মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসক্লাবের সদস্য নৌসাদ আহমদ চৌধুরীর পিতা ডা. মো. নুরুল হক চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এক শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ ডা. মো. নুরুল হক চৌধুরী’র রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদন জানিয়েছেন। বিজ্ঞপ্তি